২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

জঙ্গিরা দেশ, জাতি ও মানবতার শত্রু

জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সকল দেশ প্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জঙ্গিরা দেশ, জাতি ও মানবতার শত্রু। মুলতঃ ৭১ এর পরাজিত শত্রুদের পুনর্বাসন করতে এই জঙ্গি তৎপরতা চালাচ্ছে এ মহলটি। যারা ক্ষমতার জন্য অগ্নি সংযোগ করে মানুষ হত্যা করে তাদের মদদেই দেশে জঙ্গি তৎপরতার উত্থান ঘটেছে। কিন্তু এ দেশের মানুষ কখনো কোন অ-পশক্তির কাছে মাথানত করেনি।  তেমনি ধর্মের অপ-ব্যাখাকারী জঙ্গি তৎপরতাকেও রুখে দিতে প্রস্তুত দেশের মানুষ। দেশ বিরোধী এই জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। এ ধরণের কোন ইঙ্গিত পেলেই প্রশাসনকে জানাতে হবে। শনিবার ৮ এপ্রিল বিকাল ৩টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে কক্সবাজার পৌর আওয়ামী লীগ আয়োজিত জঙ্গি বিরোধী নাগরিক সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বক্তব্য রাখেন আশেক উল্লাহ রফিক এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ ইসহাক, মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আমিরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ পরিমল দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাসান মেহদী রহমান, ৬নং ওয়ার্ড সভাপতি শাহনেয়াজ চৌধুরী, রিদুওয়ান আলী, জানে আলম পুতু। কোরআন তোলোয়াত করেন মৌলনা নুরুল আলম সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ রণজিত দাশ, এডঃ ফরিদুল আলম, জিয়াউদ্দিন চৌধুরী, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, মোঃ ইউনুচ বাঙ্গালী, কাজী মোস্তাক আহমদ শামীম, জি.এম কাসেম, দুলাল দাশ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এনামুল হক, এ কে এম নজরুল ইসলাম, সেলিম উল্লাহ, সালাহ উদ্দিন সেতু, নাসির উদ্দিন, মোঃ ইউনুচ, মীর কাসেম, নুরুল আলম পেটান, এডঃ এরশাদ উল্লাহ, রফিকুল ইসলাম, ওসমান গণি টুলু, এবি ছিদ্দিক খোকন, মৎস্যজীবী লীগ নেতা আরিফুল মওলা, হারুনর রশিদ, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহেনা আকতার পাখি, সাইফুল ইসলাম চৌধুরী, জাফর আলম নুর মোহাম্মদ, ইমরুল কায়েস চৌধুরী, শাহাবউদ্দিন আহমদ, শুভদত্ত বড়–য়া, জহিরুল কাদের ভুট্টু, আবদুল্লাহ আল মাসুদ আজাদ, দেলোয়ার হোসেন জান্নু, আজিমুল হক, আবদুল মজিদ সুমন, তাজউদ্দীন তাজু, হাবিব উল্লাহ, সেলিম ওয়াজেদ, জামসেদ আলম জনি, মোঃ ইলিয়াছ, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রিপন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।