২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

জঙ্গি সন্দেহে ২ রোহিঙ্গাসহ ৬ জন আটক

কক্সবাজার শহরের একটি গেস্টহাউজ থেকে আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ জঙ্গি সন্দেহে ২ রোহিঙ্গাসহ ৬ জনকে আটক করেছে। শহরের কস্তুরা ঘাটের যমুনা গেস্টহাউজ থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক রোহিঙ্গাদ্বয় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শিবিরের রোহিঙ্গা শরনার্থী। শহরের বাঁকখালী নদীর তীরবর্তী এই গেস্টহাউজটির একটি কক্ষে বসে তারা গোপন সভা করাকালীন সময়েই পুলিশ তাদের আটক করে।

আটক রোহিঙ্গাদ্বয় হচ্ছে যথাক্রমে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকের ৬৯৮ শেডের বাসিন্দা মৃত দীন মোহাম্মদের পুত্র মৌলভী ইয়াছিন (৩৬) ও একই শিবিরের আই ব্লকের নজির আহমদের পুত্র মৌলভী নুরুল আমিন।

আটক অপর তিনজন হচ্ছেন যথাক্রমে কক্সবাজার শহরের ইসলামপুর দক্ষিণ পাহাড়তলী এলাকার মোহাম্মদ আলীর পুত্র মৌলভী নুরুল হোসেন (৩৩) ও একই এলাকার মৃত লাল মিয়ার পুত্র নুরুল ইসলাম (৪৩) ও পাহাড়তলী বাদশাহঘোনা এলাকার রশিদ আহমদের পুত্র হাফেজ মোঃ ইলিয়াছ (৩৪)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ আন্তর্জাতিক মানবচপাচারকারি দলের সদস্য বলে প্রতীয়মান হচ্ছে। সন্দেহ হচ্ছে, সাগর পথে জাহাজ যোগে মানব পাচারে তারা লিপ্ত রয়েছে।

তিনি জানান, আটক ব্যক্তিদের মোবাইল চেক করা হয়েছে। দেখা গেছে, তারা সবাই মোবাইলে ভাইবারে যোগাযোগ করেছে। তবে তারা জঙ্গিকাণ্ডে জড়িত কি না তা নিশ্চিত হওয়ার জন্য তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।