বিশেষ প্রতিবেদকঃ জঙ্গী কর্মকান্ডে উদ্বুদ্ধ করার অভিযোগে কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে সিপিইউ, মনিটর, স্পীকার, পেনড্রাইভ এবং বিপুল পরিমান জিহাদী ভিডিওসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৭। বুধবার দিবাগত রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও এসব মালামাল জব্দ করা হয়।
আটকের নাম কামাল হোসেন (৪০)। তিনি উখিয়ার পালংখালীর মৃত আহমদ হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা সূত্রে খবর আআসে কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী বাজার এলাকায় রাস্তার পূর্বদিকে জনৈক ব্যক্তি কম্পিউটারের মাধ্যমে জঙ্গী উস্কানীমূলক ভিডিও সাউন্ড স্পীকারের মাধ্যমে উচ্চস্বরে প্রচার করছে। এছাড়াও মোবাইল, পেনড্রাইভ ও মেমোরী কার্ডের মাধ্যমে জঙ্গী উস্কানীমূলক ভিডিও প্রচার, প্রদর্শন ও স্থানীয়দের মধ্যে বিতরন করে জঙ্গী কার্যক্রমে উৎসাহিত করছে। এমন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর দিবাগত রাত ১১টার দিকে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এবং সিনিয়র এএসপি মিমতানুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল পালংখালী বাজারে অভিযান চালায়। অভিযানে তারা কামাল হোসেনকে গ্রেফতার করে। খবর পেয়ে এসময় বিপুল লোকজন উপস্থিত হয়। তাদের সম্মুখে কামালের দোকান তল্লাশী করে জঙ্গী কার্যক্রমে উদ্বুদ্ধ হওয়ার মতো ভিডিও বার্তা সম্বলিত ১ টি সিপিইউ, ১ টি মনিটর, ১ টি স্পীকার, ২ ঢি পেনড্রাইভ, বিপুল পরিমান জিহাদী ভিডিও উদ্ধার করা হয়।
অভিযানকারিরা জানায়, গ্রেফতারকৃত কামাল তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তিনি দীর্ঘদিন যাবত এ ধরনের জঙ্গীমূলক কর্মকান্ডকে গতিশীল রাখার জন্য প্রচার প্রচারনা চালিয়ে আসছে।
সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (২০১৩) এর ১৩ ধারা মোতাবেক তার বিরুদ্ধে মামলা করে উদ্ধার করা মালামালসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন। ###
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।