২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

জনকের অাদর্শে দেশপ্রেমিক জাতি গড়তে সুশিক্ষার কোন বিকল্প নেই- এমপি কমল

received_1830569540534612
কক্সবাজারের রামু উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসপি) কেন্দ্র পরিদর্শন করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পরীক্ষা চলাকালীন তিনি রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন।
এসময় সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, জাতির জনকের আদর্শে দেশপ্রেমিক ও নীতি নৈতিকতা সম্পন্ন জাতি গড়তে সুশিক্ষার কোন বিকল্প নেই। আজকের শিশুরাই স্বপ্নের সোনার বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এ লক্ষ্যে রামু-কক্সবাজারের গ্রামে-গঞ্জে শিক্ষার আলো পৌঁছে দেওয়া হচ্ছে। গড়ে তোলা হচ্ছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার সরকারের আমলেই রামু-কক্সবাজারে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তাই সুশিক্ষিত ও মেঘাবী জাতি গঠনে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। তিনি বলেন, রামুতে এখন ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল হয়েছে। সরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও যুগোপযোগী মানসম্মত শিক্ষালাভ করছে শিক্ষার্থীরা। সাংসদ সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে শিক্ষা শহরে পরিণত হচ্ছে রামু।
পরিদর্শনকালে রামু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাজান আলী, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ছালামত উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদুল আলম, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুফিজুল ইসলাম, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, আওয়ামীলীগ নেতা ছৈয়দ মোহাম্মদ আব্দু শুক্কুর, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক, যুবলীগ নেতা নবীউল আরকান, মানবাধিকারকর্মী সুরেশ বড়–য়া বাঙালিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।