২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

জনপ্রিয়তায় শীর্ষে মাওলানা মিজানুর রহমান আযহারী

ইসলামিক স্কলারশিপ মাওলানা মিজানুর রহমান আযহারী বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেছেন। বর্তমান সময়ে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় মাহফিল, ইসলামিক সম্মেলন, ইছালে ছোয়াব মাহফিল থেকে শুরু করে বেশিরভাগ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় দেখা যায়।

তিনি প্রতিদিন ১টি থেকে ৩টি পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় বয়ান রাখেন। ইতিমধ্যে বেশকটি মাহফিলে তার হাত ধরেই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ইসলাম গ্রহণ করতে দেখা যায়। তার প্রত্যেকটি বয়ানে ধর্মীয় মুসল্লিদের জনস্রোত দেখা যায়। প্রতিটি মাহফিলে মুসল্লিদের সংখ্যা লাখ অব্দি ছড়িয়ে যায়।

তার ব্যক্তিগত শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্ব লক্ষ্য করা যায়।

মাওলানা মিজানুর রহমান আযহারী সাহেবের শিক্ষাগত কৃতিত্ব নিম্মরুপ:
কুমিল্লার মুরাদনগর পরমতলা গ্রামের কৃতি সন্তান মিজানুর রহমান আজহারী ২০০৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০০৬ সালে আলিম পরীক্ষায় গােল্ডেন জিপিএ-৫ সহ বাংলাদেশ মাদরাসা। শিক্ষাবাের্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন।

২০০৭ সালে ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক আয়ােজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মত ১ম স্থান। অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে গমন করেন।

সেখান থেকে তিনি Department of Tafseer & Quranic Science হতে ২০১২ সালে ৮০% সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন।

মিশরে ৫ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন। অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পােস্টগ্রাজুয়েশন ও এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন।

২০১৩ সালে তিনি মালয়েশিয়া গমন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ের Department of Quran and Sunnah Studies থেকে তিনি ২০১৬ সালের মধ্যে পােস্টগ্রাজুয়েশন এবং এমফিল শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল ৪ এর মধ্যে ৩.৮২।

এম ফিলে তার গবেষণার বিষয়বস্তু ছিল “Human Embryology in the Holy Quran: A comparative Analysis between Tantawi Jawhari & Zagloul Najjar’s interpretation. 01997 fofa 903 বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনােনিত হন। “Human Behavioural Characteristics in the Holy Quran: An Analytical Study” বিষয়ের উপর তিনি বর্তমানে পিএইচডি গবেষণা করছেন। উল্লেখ্য তার এমফিল এবং পিএইচডির গবেষণার মাধ্যম ছিল ইংরেজি।

এছাড়াও IELTS পরীক্ষায় অংশগ্রহণ করে ৯ এর মধ্যে ৭.৫ স্কোর এবং স্পিকিং সেকশনেও ৭.৫ স্কোর অর্জন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।