২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত দাবিতে মহাসড়কে মানববন্ধন

জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে চকরিয়া মহাসড়কে সনাকের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিতের দাবীতে গতকাল সোমবার সকালে কক্সবাজারের চকরিয়া মহাসড়কে টিআইবির সহযোগি প্রতিষ্ঠান সনাকের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আগামী ৬-১৭ নভেম্বর জার্মানির বন শহরে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) কর্তৃক আয়োজিত ২৩ তম জলবায়ু সম্মেলনে (কপ-২৩) উপলক্ষে সচেতন নাগরিক কমিটি চকরিয়ার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা শহরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি- পেশার প্রতিনিধি দাবী-দাওয়াসহ ফেস্টুন-প্লেকার্ড হাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

মানববন্ধনে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা বৈশ্বিক সমস্যা উল্লেখ করে বক্তারা বলেন, শিল্প উন্নত দেশের অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার দায়ভার বহন করতে হচ্ছে বাংলাদেশের মত ভৌগলিক অবস্থানের রাষ্ট্রসমূহকে। যার ফলে ঋতু পরিবর্তনের পাশাপাশি, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা, খরা, অতিবৃষ্টি ইত্যাদি সমস্যা নিত্য নৈমত্তিক হয়ে দাড়িয়েছে। সমুদ্র উপকূলীয় এলাকায় জোয়ারের উচ্ছতা বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। সুপেয় পানিসহ খাদ্য ঘাটতি দেখা দিয়েছে।

১৯৯২ সালের রিও কনভেনশনে গৃহিত “দূষণকারী কর্তৃক পরিশোধযোগ্য” নীতির আওতায় জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দেশসমূহের জন্য প্রতিশ্রুত তহবিল প্রদান না করায় বাংলাদেশের মত ক্ষতিগ্রস্ত দেশসমূহের ক্ষয়-ক্ষতির পরিমান বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়াও জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের আইনী বাধ্যতামূলক না হয়ে ঐচ্ছিক হওয়ায় স্বল্পন্নোত দেশসমূহের অনুদান পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সবুজ জলবায়ু তহবিল থেকে ঝুঁকিপূর্ণ দেশসমুহের জন্য নামেমাত্র তহবিল ছাড়ের পাশাপাশি তহবিল ছাড়ে কাল-ক্ষেপন ঝুঁকিপূর্ণ দেশসমুহের অভিযোজন প্রক্রিয়াই সুদুর পরাহত।

এ প্রেক্ষিতে টিআইবি বাংলাদেশসহ স্বল্পন্নোত দেশের অংশগ্রহণকারী প্রতিনিধি দল ও অংশীজনের বিবেচনার জন্য আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংগতি, জনঅংশগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিতে সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সভাপতি অধ্যাপক এ. কে.এম.শাহাবুদ্দিন, সনাক সদস্য মোহব্বত চৌধুরী, জিয়া উদ্দিন, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ ও টিআইবির এরিয়া ম্যানেজার এ.জি.এম. জাহাঙ্গীর আলম। এ সময় সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সনাক-টিআইবি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি- পেশার সাধারণ জনগন অংশগ্রহন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।