২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

জাতীয় প্রেসক্লাবের নির্বাচন আজ

 

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি ২০১৭-১৮ সালের দ্বিবার্ষিক নির্বাচন আজ। নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। প্রেসক্লাবে এবারই প্রথম ইলেকট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

জাতীয় প্রেসক্লাবের এ নির্বাচনে ১৭টি পদের জন্য ৪টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে ক্লাবের বর্তমান সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে একটি প্যানেল এবং এমএ আজিজ ও কাদের গনি চৌধুরীর নেতৃত্বাধীন আরেকটি প্যানেল সব কটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। খোন্দকার মনিরুল আলমের নেতৃত্বাধীন প্যানেলে সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকটি পদে কোনো প্রার্থী মনোনয়ন দেয়া হয়নি। তবে এ প্যানেলের অভিযোগ, তারা সাধারণ সম্পাদক পদে আবদুর রহমান খানের প্রার্থিতা ফরম বাক্সে ফেললেও নির্বাচন পরিচালনা কমিটি সেই ফরম পায়নি। কামরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেলে সাধারণ সম্পাদকসহ মাত্র ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। কামরুল ইসলাম চৌধুরী প্রেসক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জাতীয় প্রেসক্লাবের এ নির্বাচনে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। কমিটির অন্য সদস্যরা হলেন মো. মোস্তফা-ই-জামিল, জাফর ইকবাল, শাহ আলমগীর ও মো. নাসির উদ্দিন।
দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: গতকাল জাতীয় প্রেসক্লাবের ২১তম দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে সকাল থেকে শুরু হয়ে এ সভা বিকেলে শেষ হয়। সভায় জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুর রহমানের সভাপ?তি?ত্বে এতে সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও কোষাধ্যক্ষ কা?র্তিক চ্যাটা?র্জি তা?দের প্রতিবেদন পেশ করলে তা সর্বসš§তিক্রমে পাস হয়।


জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, জাতীয় প্রেসক্লাবে ৩১তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণে ব্যয় হবে ৩শ’ কোটি টাকা। নির্মাণকাজ শুরু করতে প্রয়োজনীয় ১শ’ কোটি টাকার ব্যবস্থা প্রায় হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণে সাহায্য করে যাচ্ছেন। তিনি বলেন, নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় প্রেসক্লাবের উন্নয়ন এগিয়ে চলেছে। ক্লাবের ২ দশমিক ৬ একর জমিতে স্বপ্নের ৩১তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মিত হবেই হবে।
সাধারণ সভায় জানানো হয়, বর্তমানে জাতীয় প্রেসক্লাবের সদস্য সংখ্যা এক হাজার ৩২৬ জন। এর মধ্যে এক হাজার ২৫৪ জন স্থায়ী ও ৭২ জন সহযোগী সদস্য। গত ৬০ বছরে প্রেসক্লাবের সদস্য সংখ্যা ছিল মাত্র ৬০০ জন। সেখানে ২০১৫ সালের ২৮ মে থেকে গত ২০১৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বর্তমান ব্যবস্থাপনা কমিটি এ সংখ্যা বাড়িয়ে এক হাজার ৩২৬ জন করেছেন। অর্থাৎ বর্তমান কমিটির আমলে প্রেসক্লাবের সদস্য প্রায় দ্বিগুণ হয়েছে।
সাধারণ সভায় দৈনিক সমকালের সম্পাদক গোলাম সা?রওয়ার, প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতা মনজুরুল আহসান বুলবুল, আমিরুল ইসলাম কাগজী, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, আজিজুল ইসলাম ভূঁইয়া, আশরাফ আলী, ফরিদ হোসেন, শামসুল হক দুররা?নি, হাসান আরে?ফিন, শামসু?দ্দিন আহমেদ চারু প্রমুখ সভা মঞ্চে উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।