১৫ জানুয়ারি, ২০২৫ | ১ মাঘ, ১৪৩১ | ১৪ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল    ●  উখিয়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত   ●  রামুতে ‘প্রভাবমুক্ত’ উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দিল অবৈধ স্থাপনা   ●  এবার টেকনাফে সিএনজি থেকে ৭ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা 

জাতীয় শোক দিবসে পৌর আওয়ামীলীগের চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের জন্য নানা প্রতিযোগিতারআয়োজন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ, কক্সবাজার পৌর শাখা। চিত্রাঙ্কন, রচনা আবৃত্তি এই তিনটি বিষয়ে পৃথকভাবেপ্রতিযোগিতা শুরু হবে ২৫ আগস্ট থেকে। যা ৩০ আগস্ট পুরস্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হবে।

২৫ আগস্ট বিকেল টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রতিযোগিতা। টি গ্রুপে আবৃত্তিপ্রতিযোগিতায় গ্রুপ শিশু থেকে ২য় শ্রেণী পর্যন্ত বিষয় বঙ্গবন্ধুকে নিবেদিত উন্মুক্ত ছড়া। গ্রুপ ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্তবঙ্গবন্ধুকে নিবেদিত উন্মুক্ত কবিতা। গ্রুপ ৬ষ্ট থেকে ১০ম শ্রেণী পর্যন্ত কবি নির্মলেন্দু গুণ রচিত আমি আজ কারও রক্ত চাইতেআসিনি। গ্রুপ একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে সর্বোচ্চ মিনিট পাঠ।

২৬ আগস্ট বিকেল টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা। ২টি গ্রুপে এইপ্রতিযোগিতায় গ্রুপ ৩য় থেকে ৫ম শ্রেণী বিষয় বঙ্গবন্ধুর ছোটবেলা (৩০০ শব্দ) গ্রুপ ৬ষ্ট থেকে ১০ম শ্রেণী বিষয় বঙ্গবন্ধুরকারাজীবন (৫০০ শব্দ)

২৭ আগস্ট বিকেল ৩টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ৩টি গ্রুপে এইপ্রতিযোগিতায় শিশু থেকে ২য় শ্রেণী পর্যন্ত পেন্সিল অথবা জল রং দিয়ে জাতীয় পতাকা অংকন। গ্রুপ ৩য় থেকে ৫ম শ্রেণীপর্যন্ত পেন্সিল অথবা মোম রং দিয়ে মার্চের ঐতিহাসিক ভাষন। () গ্রুপ ৬ষ্ট থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পেন্সিল অথবা মোম রংদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এছাড়া ৩০ আগস্ট বিকাল টা থেকে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আয়োজন করা হয়েছে প্রতিযোগীদের মাঝেপুরস্কার বিতরণ অনুষ্ঠান।

কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম সাধারণ সম্পাদক উজ্জ্বল কর এক বিবৃতি জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নেয়ার ক্ষেত্রে নানা নিয়মাবলী রয়েছে। এসব নিয়মাবলী হল : কক্সবাজারে বসবাসরত যে কোন শিক্ষার্থী(শিশু শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত) নির্ধারিত গ্রুপে অংশ নিতে পারবে।রচনা প্রতিযোগিতায় বাংলা ইংরেজীতে অংশ নিতেপারবে। প্রতিটি গ্রুপে ১ম, ২য় ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হবে এবং তাদের ছবি অনলাইনে প্রকাশ করা হবে। ৩০আগস্ট পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রতিযোগিতায় পুরস্কৃতদের রচনা, আবৃত্তি চিত্রাংকন কক্সবাজার পৌর আওয়ামী লীগ কোন মাধ্যমে প্রকাশ বা মুদ্রণ করার ক্ষেত্রে প্রতিযোগির সম্মতি আছে মর্মে বিবেচিতহবে। প্রত্যেক প্রতিযোগীকে নির্ধারিত স্থানে সময়ের ১৫ মিনিট পূর্বে উপস্থিত হতে হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগীতার জন্য আর্ট পেপার ব্যতীত যাবতীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। অবশ্যই ২৩ আগস্টের মধ্যে জেলাআওয়ামী লীগ কার্যালয়, লালদিঘীর পূর্ব পাড়, কক্সবাজার অথবা সঙ্গীতায়তন, বঙ্গবন্ধু সড়ক, কক্সবাজার প্রতিযোগীরসকল তথ্য নাম জমা দিতে হবে (প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ০১ টা বিকাল ০৪টা থেকে সন্ধ্যা ০৭ টা পর্যন্ত) এছাড়াওহোয়াটস অ্যাপ০১৮১৬৯০৮২৯১ এর মাধ্যমে নাম জমা দেওয়া যাবে।

প্রতিযোগিতায় আগ্রহীদের অংশগ্রহণের ক্ষেত্রে যোগাযোগ করা যাবে : ০১৮১৯৮২৬১৬৭, ০১৮১৯৬২১৮০০, ০১৮১৬২৪৩২৫৬।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।