কক্সবাজার সময় ডেস্কঃ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজি ড. জাবেদ পাটোয়ারীর নিয়োগের বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়েছে। তাঁর ব্যাপারে প্রধানমন্ত্রীর মনোভাব ইতিবাচক বলেই জানা গেছে। সম্প্রতি গণভবনে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনায় জাবেদ পাটোয়ারী মেধাবী পুলিশ কর্মকর্তা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
চলতি মাসের ৩১ তারিখ আইজিপি এ কে এম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। পদটির জন্য এরই মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তার কথা ভাবা হচ্ছে। তবে এই পদের জন্য সর্বোচ্চ দাবিদার অতিরিক্ত আইজি ড. জাবেদ পাটোয়ারী।
তবে, জাবেদ পাটোয়ারী সরকারবিরোধী একটি রাজনৈতিক দলের সমর্থক বলে সরকারের একটি পক্ষ দাবি করেছে বলে জানা গেছে। অবশ্য এমন দাবি নিয়ে প্রধানমন্ত্রীর ওই পক্ষ দেখা করলে, প্রধানমন্ত্রী তা আমলে নেননি।
এছাড়া, একাধিক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’-এর বিভিন্ন ‘নথিপত্র’ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাবেদ পাটোয়ারী।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।