২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

জেলার সাবেক ফুটবলার সাইফুদ্দিন বাদশা’র মৃত্যুতে রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের শোক

শোক
কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক কৃতি খোলোয়াড় সাইফুদ্দিন বাদশা (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নিল্লিল্লাহি ….. রাজিউন)। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বিকালে হৃদরোগে আক্রান্ত হলে সাবেক কৃতি খোলোয়াড় সাইফুদ্দিন বাদশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাইফুদ্দিন বাদশা কক্সবাজার পৌরসভার মৃত নুরুল হকে ছেলে, সাবেক জেলা ফুটবল দলের খোলোয়াড় খোরশেদ আলমের ছোট ভাই। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) জোহরের নামাজের পর নামাজে জানাজা শেষে কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়াস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।
কক্সবাজার জেলা দলের সাবেক ফুটবলার সাইফুদ্দিন বাদশা’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়–য়া, রামু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়–য়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, সহ-সভাপতি কিশোর বড়–য়া, মো. নবু আলম, মোহাম্মদ হোসাইন সানী, সাধারণ সম্পাদক পলক বড়–য়া আপ্পু, যুগ্ম-সম্পাদক খালেদ শহীদ, সাংগঠনিক সম্পাদক দুলাল বড়–য়া, অর্থ সম্পাদক সুকুমার বুলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রুহুল আমিন রকি, দপ্তর ও প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, নির্বাহী সদস্য সজল বড়–য়া, তরুপ বড়–য়া, রিটু বড়–য়া, মুরাদ সুলতান, সুশান্ত পাল বাচ্চু, প্রকাশ সিকদার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।