১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

জেলা আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভা অনুষ্টিত

shomoy
মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যদায় পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহনের লক্ষ্যে সোমবার বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের এক জরুরী বর্ধিত সভা অনুষ্টিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ এ কে আহমদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সি আই পির পরিচালনায় অনুষ্টিত সভায়  জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌং, ডাঃ নুরুল আমিন,মুস্তাফিজুর রহমান কন্ট্রাক্টর, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সিরাজুল মোস্তফা, এডঃ আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, আশেক উল্লাহ রফিক এমপি, এডঃ আয়াছুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, এডঃ বদিউল আলম, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এডঃ ফরিদুল আলম, আবুল মনসুর চৌধুরী, রাশেদুল ইসলাম, প্রিয়তোষ শর্মা চন্দন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর ্উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক কাইছারুল হক জুয়েল, জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি রশিদ আহমদ, জেলা ওলামালীগের সভাপতি মৌলনা নুরুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, জেলা যুব মহিলালীগের সভানেত্রী আয়েশা সিরাজ, জেলা সৈনিকলীগের সভাপতি তৈয়ব উল্লাহ মাতবর, যুবলীগ নেতা সোহেল আহমদ বাহাদুর, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা, বঙ্গবন্ধ জয়বাংলালীগের সভাপতি আবদুল হক জিকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা নেত্রী ফিরোজা আমজাদ, রাজিয়া বেগম, হোসনে আরা টিপু, সেলিনা ইসলাম প্রমূখ। সভার শুরুতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিত দাশের উপর হামলার নিন্দা ও দোষীদের দৃষ্টিন্ত মুলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে নানা কর্মসূচী গৃহীত হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন, সুর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল সাড়ে ৯টায় বধ্যভুমিতে পুষ্পার্ঘ্য অর্পন, দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, বিকাল তিনটায় শহীদ দৌলত ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।