২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা সম্পন্ন

স্বাধীন বাংলার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, সংগ্রাম ও সাফল্যের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় লাল দিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সংগ্রামী ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে ও বিপ্লবী সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী।
এছাড়াও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি যথাক্রমে- ইসমাঈল সাজ্জাদ, জালাল উদ্দিন মিঠু, রউফ নেওয়াজ ভুট্টো, আসহাদ উল্লাহ সায়েম, আবেদ আনজুম, মিজানুর রহমান হিমেল, যুগ্ন-সাধারণ সম্পাদক যথাক্রমে- জাহেদুল ইসলাম রুবেল, রুবাইছুর রহমান, মারুফ ইবনে হোসাইন, ইব্রাহীম আজাদ বাবু, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে- আব্দুল মজিদ, এস এম সাদ্দাম হোসাইন, মেহেদী হাসান, নাজমুল ইসলাম শাকিল, শাখাওয়াত হোসাইন, ফিরোজ উদ্দিন খোকা প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে বক্তব্য রাখেন- কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসাইন, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন খোকন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীন, কক্সবাজার আইন কলেজ ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক হারেছ চৌধুরী, কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মোছাব্বির হোসাইন তানিম, সাধারণ সম্পাদক মোস্তফা ইমন চৌধুরী, ঈদগাও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদ, মহেশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক মোবারক হোসেন বারেক, হালিমুর রশিদ, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান তুহিন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক বুলবুল, সায়মুন প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহ নিয়াজ, প্রচার সম্পাদক আলিফুজ্জামান শুভ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তৌসিফুর রহমান জিতু, সাংস্কৃতিক সম্পাদক মীর আশরাফ হোসেন বাপ্পী, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন তূর্য, স্কুল-ছাত্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুন্না, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম রুবেল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক ইরফানুল হক হিমু, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আলী আঁরফান খান আলিফ, আপ্যায়ন সম্পাদক রুবেল, উপ-সমাজসেবা সম্পাদক তাহসিন আলম সাদ, উপ-আপ্যায়ন সম্পাদক মিফতাহুল করিম বাবু, সহ-সম্পাদক নুরুল আবছার, সদস্য যথাক্রমে- ফয়সাল আব্দুল্লাহ, রাজিবুল হক মোস্তাক, শহিদুল রহমান বাবু, মার্শাল চৌধুরীসহ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও আওতাধীন ইউনিটসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ৪ঠা জানুয়ারীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়। এছাড়াও ০৭ জানুয়ারী বর্ণাঢ্য র‌্যালী এবং কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন জেলা ছাত্রলীগের উপ-ধর্ম সম্পাদক মঈন উদ্দীন জনি, গীতাপাঠ করেন সদস্য রিগ্যান কান্তি বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।