১১ এপ্রিল, ২০২৫ | ২৮ চৈত্র, ১৪৩১ | ১২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত

জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে মহান শিক্ষা দিবস পালন 

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে মহান শিক্ষা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে সোমবার বিকাল ৪টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। মিছিলটি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালদীঘির পাড়স্থ জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। সভায় মহান শিক্ষা দিবসের ইতিহাস, তাৎপর্য এবং বর্তমান ছাত্রসমাজের করণীয় নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তারা বলেন- শিক্ষাঙ্গণে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সদস্য সৌরভ দেব, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোবারক। জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ্বাসের সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শহর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তয়ন দাশ, সিটি কলেজ ছাত্র ইউনিয়নের সমন্বয়ক ওয়াকার উদ্দিন, রামু উপজেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি আরিফুল ইসলাম নয়ন, শহর ছাত্র ইউনিয়ন নেতা মোস্তাক আহাম্মদ বাপ্পি, আপন দাশ, বিশু ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সমন্বয়ক নিলয় প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।