জেলা পরিষদের সদস্য পদে জেলা আওয়ামী লীগ ঘোষিত প্রার্থীরাই দলের একক প্রার্থী বলেন নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। দলের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কেন্দ্রের নির্দেশে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে জানালেন নেতৃবৃন্দরা।
জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে দলীয় একক প্রার্থী নেই এবং সবকটি আসন উম্মুক্ত বলে অপ-প্রচার চালানোর কারণে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও জেলা পরিষদ নির্বাচনের ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। যার ফলে দলের মনোনীত প্রার্থীরাও থমকে দাড়িয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা জানান, জেলা ও উপজেলা আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে যাদের একক প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন তারাই দলের একক প্রার্থী। এরাই আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে বিবেচিত হবে। দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহামান চেয়ারম্যান বলেন, কেন্দ্রের নির্দেশ মোতাবেক একক প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তা হবে দলের বিরুদ্ধে শৃংখলা পরিপন্থি কাজ। যারা দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে কাজ করবে তাদের ব্যাপারে কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কালারমারছড়ার ইউপি মেম্বার যুবলীগ নেতা নাজেম উদ্দিন নাজু জানিয়েছেন সদস্য পদে উম্মুক্ত করা হয়েছে বলে প্রচার হওয়ায় ভোটারা বিব্রত হয়েছেন।
এ ছাড়াও জেলার প্রায় প্রতিটি আসনেই নির্বাচনে দলীয় প্রার্থী উম্মুক্ত হয়েছে বলে প্রচার হয়েছে। যার ফলে দলীয় মনোনয়ন প্রার্থী ও ভোটাররা বিভিন্ন বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন সংবাদকর্মী ও রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করছেন।
জেলা আওয়ামী লীগ সুত্রে জানা যায়, জেলার ২০ টি আসনের ১৯টিতে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়ারম্যান পদে বর্তমান প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন। সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে সংরক্ষিত মহিলা আসন-১ মাসরাফা জান্নাত, আসন-২ সৈয়দা নিগাত আমিন, আসন-৩ এ ফিরোজা আমজাদ ও আসন-৫ আশরাফ জাহান কাজল। আসন-৪ এ একক প্রার্থী চুড়ান্ত হয়নি। সাধারণ আসন আসন-১ মিজানুর রহমান টিটু। আসন-২ মাষ্টার রুহুল আমিন। আসন-৩ আনোয়ার পাশা চৌধুরী। আসন-৪ আবু হেনা মোস্তফা কামাল। আসন-৫ কমর উদ্দিন আহমদ। আসন-৬ আবু তৈয়ব। আসন-৭ ওয়ালিদ মিল্টন। আসন-৮ মোক্তার আহমদ। আসন-৯ মনজুর আলম। আসন-১০ মনোনীত প্রার্থী উজ্জ্বল কর। আসন-১১ অলক বড়–য়া আপ্পু। আসন-১২ শামসুল আলম। আসন-১৩ নুরুল হক। আসন-১৪ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী। আসন-১৫ শফিক মিয়া।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।