২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

জেলা পরিষদে ১২ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

district-parisad-election-m20161202133155
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদে ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। তাদের সবাই আওয়ামী লীগের প্রার্থী। যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন কোন জেলায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন, সেসব জেলার নাম এখনো নির্বাচন কমিশনে আসেননি বলে জানান তিনি।

তবে আমাদের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের চেয়ারম্যান প্রার্থী মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, ঠাকুরগাঁওয়ে বর্তমান জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। জানা গেছে, কমপক্ষে ১৫ জেলায় আওয়ামী লীগের ৩২ জন প্রার্থী দলীয় সিদ্ধান্ত অমান্য করে বা বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মাঠ পর্যায় থেকে ইসিতে পাঠানো তথ্যানুযায়ী চেয়ারম্যান পদে মোট ১৯০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৯৫ জন ও সাধারণ সদস্য পদে ৩ হাজার ৫৬১ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুয়ায়ী, প্রার্থিতা প্রত্যাহারের করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।