২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা পুলিশে শ্রেষ্ট ওয়ারেন্ট তামিল অফিসার হলেন চকরিয়া থানার এসআই প্রিয়লাল ঘোষ

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ বাংলাদেশ পুলিশের কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ দমন পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল ও মামলা তদন্তে জন্য থানা বিত্তিক শ্রেষ্ট তদন্ত অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিয় লাল ঘোষ।
কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেড মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় আয়োজিত সোমবার দুপুরে মাসিক অপরাধ পর্যালোচনার এ সভা অনুষ্ঠিত হয়। মাসিক অপরাধ দমন’র পর্যালোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম চকরিয়া থানার এসআই প্রিয় লাল ঘোষ ’র হাতে বেষ্ট ওয়ারেন্ট তামিল ও থানা বিত্তিক শ্রেষ্ট মামলা তদন্ত অফিসার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

সভায় থানা পর্যায়ে জুলাই (বিগত ১৯ মাসের )মাসে ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, শ্রেষ্ট মামলা তদন্তকারী, মাদক ব্যবসায়ী গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ক্যাটাগরীতে পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। জেলা পুলিশের মাসিক অপরাধ দমন পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মো.মতিউল ইসলাম (চকরিয়া-পেকুয়া)সার্কেল,সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল),সহকারী পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ), জেলার আওতাধীন সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ট ওয়ারেন্ট তামিল ও শ্রেষ্ট মামলা তদন্তকারী অফিসার হিসেবে জেলা পুলিশের এ সম্মাননা প্রাপ্তিতে এক বিশেষ অনুভূতি প্রকাশ করতে গিয়ে চকরিয়া থানার এস আই প্রিয় লাল ঘোষ বলেন, কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ .এস.আই অফিসার এ সম্মাননা অর্জনে তিনি কক্সবাজার পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া)সার্কেল কাজী মো: মতিউল ইসলাম,চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত) একে.এম সফিকুল আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং পুলিশের সুনাম রক্ষা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।