ঢাকা টেস্ট জিততে পাকিস্তানের দরকার আর ৯ উইকেট। অন্যদিকে বাংলাদেশকে জিততে হলে গড়তে হবে বিশ্বরেকর্ড। এই টেস্টের লাগাম তাই পাকিস্তানের হাতে। তবে দলটির স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এখনই সম্ভাব্য জয়ের আনন্দে ভেসে যেতে চান না।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে চতুর্থ দিনের পরিকল্পনা তুলে ধরেন মুশতাক।
“হ্যাঁ, আমরা ভালো অবস্থানে আছি। কিন্তু আমাদের এখনো ভালো ক্রিকেট খেলতে হবে এবং খুবই পেশাদার হতে হবে।”
১ উইকেটে ৬৩ রান তুলে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। জয়ের জন্য ৫৫০ রানের লক্ষ্য পূরণ করতে হলে মুশফিকুর রহিমের দলকে বিশ্বরেকর্ড গড়তে হবে।
টেস্টে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা।
ঢাকা টেস্টের পাল্লা তাই পাকিস্তানের দিকে ঝুঁকে আছে। তবে ক্রিকেট ‘মজার খেলা’ উল্লেখ করে মুশতাক সাবধানী সুরে বলেন, “অনেক রেকর্ড ভাঙতে পারে। অনেক কিছু হতে পারে। তাই ভালো করার ওপর দৃষ্টি দিতে হবে আমাদের।”
“আমরা যদি ভালো করতে পারি, তাহলে এ ম্যাচ জেতার অনেক সুযোগ আছে আমাদের”, যোগ করেন পাকিস্তানের এই সাবেক স্পিনার।
৬ উইকেটে ১৯৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। তবে দিনের শেষ সেশনে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেনি দলটির বোলিং লাইনআপ। বাংলাদেশের একমাত্র ইমরুল কায়েসের উইকেট নিতে পারে তারা। মুশতাক জানান, চতুর্থ দিনের শুরুতে দ্রুত উইকেট পাওয়ার লক্ষ্য নিয়ে নামবেন তারা।
বাংলাদেশকে অলআউট করতে পাকিস্তানের হাতে পুরো দুই দিন সময় আছে। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ নিয়ে সতর্ক থাকলেও মুশতাক জানান, জয়ের জন্য তাদের বোলারদের হাতেও পর্যাপ্ত সময় আছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।