সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলার অন্যতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৮ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শেষ হয়েছে। যোগ্য নেতৃত্ব, পড়ালেখার মান উন্নয়ন ও পরিস্কার-পরিচ্ছন্নতার লক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকাদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন। নির্বাচন শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফলে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন নবম শ্রেণীর শিক্ষার্থী তাসবিউল হাসান রাউল। তাঁর প্রাপ্ত ভোট ৫৩৭, সে এডভোকেট রমিজ আহম্মেদের ছেলে। দ্বিতীয় হয়েছেন- একই শ্রেণীর শিক্ষার্থী ও রামুর গর্জনিয়ার সিকদার বাড়ি পরিবারের মেয়ের নাতী এবং ঈদগড় ইউপি’র বাসিন্দা ফরিদ আহম্মেদের মেঝ ছেলে মো. ইয়াছির ফয়সাল। তাঁর প্রাপ্ত ভোট ৪৫৬। উল্লেখ্য, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।