টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ অনুপ্রবেশকারী এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়-গত ২১মার্চ রাত পৌনে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির ল্যান্স নায়েক মিয়ানুর রহমান ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়াস্থ কেয়ারী ঘাট সংলগ্ন নাফনদীর কিনারায় অবস্থান নেয়। এসময় এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি জওয়ানেরা ধাওয়া করে মিয়ানমারের আকিয়াব জেলার মংন্ডু থানার রইগ্যাদং গ্রামের মৃত ইব্রাহীমের পুত্র নুর ইসলাম (১৯) কে আটক করে এবং হাতে থাকা ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯হাজার ৯শ ৯৩পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ২৯লক্ষ ৯৭হাজার ৯শ টাকা। আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।