টেকনাফে ইয়াবায় আসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ পিতা মাদকসেবী ছেলেকে পুলিশে সোর্পদ করেছে। পুলিশ উক্ত মাদকসেবী ছেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ৬মাসের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
৯মার্চ সকাল ১১টারদিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়ার আমির হোসেন ফকির মাদকাসক্ত ছেলে আব্দুল গফুর (৩৫)কে আটক করে টেকনাফ মডেল থানার এসআই আমিনুল ইসলামের নিকট সোর্পদ করে। তিনি মাদকাসক্ত আব্দুল গফুরকে দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার তুষার আহমদের আদালতে হাজির করা হয়। মাননীয় বিচারক মাদকাসক্ত ছেলেকে ৬মাসের কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামীকে জেলা কারাগারে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে ওসি মাইন উদ্দিন খান নিশ্চিত করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।