কনক বড়ুয়া, উখিয়াঃ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে ২০২০ সালের গত নভেম্বর মাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ লাখ ১০ হাজার ৪৭৭ পিছ ইয়াবা, বিভিন্ন চোরাই পণ্য ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। সর্বমোট ১৪১ টি অভিযানে ৪০ জনকে আটক করা হয়। ২৮টি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নভেম্বর মাসে টেকনাফ সীমান্তে নিয়মিত মামলায় ১১০৪০০ পিছ ও মোবাইল কোর্ট মামলায় ৭৭ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ১’শ টাকা।
এছাড়াও নভেম্বর মাসের অভিযানে আরো ১৫ গ্রাম গাঁজা, ৫ টি মোবাইল সেট, ১ লিটার চোলাই মদ, ১ টি মোটর সাইকেল ও ৫০০ পিছ সুপারি জব্দ করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।