টেকনাফের হ্নীলায় জমি-জমা বিরোধের জেরধরে এক প্রবাসীর বাড়িতে স্বশস্ত্র সন্ত্রাসী হামলায় গৃহবধুকে রক্তাক্ত ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সুত্রে জানা যায়,৩মে ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার সৌদি প্রবাসী আবুল খায়েরের বাড়িতে জমি বিরোধের পূর্ব শত্রুতার জেরধরে স্থানীয় নুর আলীর পুত্র মোঃ হোছন (৪০) ও বেলা কাদেরের পুত্র নুরুল ইসলামের নেতৃত্বে ১০/১২জনের স্বশস্ত্র একটি দল হানা দিয়ে বাড়িতে ঢুকে গৃহবধু নুর নাহার (৩৫),পুত্র মিজানুর রহমান (১৬)কে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে। তার ব্যবহৃত ১ভরি ওজনের স্বর্ণালংকার,বিদেশ থেকে পাঠানো ১লক্ষ ২০ হাজার টাকা,বসত-বাড়ি ভাংচুর করে পশ্চিমের পাহাড়ে চলে যায়। শোরগোল শুনে প্রতিবেশী লোকজন উপস্থিত হয়ে রক্তাক্ত নুর নাহার ও ছেলেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এই ব্যাপারে হামলায় রক্তাক্ত নুর নাহার দুপুরে বাদী হয়ে উপরোক্ত ২জনসহ ১১জন নামীয় এবং অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।