২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

টেকনাফে ছাত্রলীগের পদ দখলে মরিয়া জামায়াত নেতার ছেলে!


টেকনাফ পৌরসভা ছাত্রলীগের পদ দখলে নিতে মরিয়ো হয়ে উঠেছে জামায়াত নেতা মো. আবদুল আজিজের ছেলে একাধিক মামলার আসামী ইব্রাহীম বাবলু। মোটা অঙ্কের টাকার মিশনে উপজেলার এক নেতার মাধ্যমে জেলা নেতৃবৃন্দকে ম্যানেজে মাঠে নেমেছেন তিনি। সভাপতি বা সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ দখলে নিতে ইতোমধ্যে বাবলুর বায়োডাটা সংশ্লিষ্টদের হাতে পৌছেছে।
স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা জানায়, ইব্রাহীম বাবলুর পিতা মো. আবদুল আজিজ যুদ্ধাপরাধে অভিযুক্ত ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী আলবদর মীর কাসেম আলীর ব্যবসা তদারককারি। মীর কাসেম আলীর মালিকানাধীন জাহাজ কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ এর জিএম হিসেবে টেকনাফে দায়িত্ব পালন করছেন তিনি। আওয়ামীলীগ সরকারের সময় নির্বিঘœ ব্যবসা চালাতে ছেলেকে টাকার বিনিময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে স¤পৃক্ত করে সু-কৌশলে জামাতের অবৈধ কর্মকান্ড স্বগৌরবে চালিয়ে যাচ্ছেন আজিজ।
আর বর্তমানে ছেলেকে পৌর ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ দখলে দিতে টাকার মিশনে মাঠে নেমেছে। টেকনাফ পৌরসভা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিলের তারিখ ঘোষণার পর থেকে তারা পিতা-পুত্র মরিয়া হয়ে মাঠে নেমেছে।
ইব্রাহিম বাবলু টেকনাফ থানার ২০১৩ সালের ১৩ নম্বর ও ২০১২ সালের ২২ নম্বরসহ আরো একাধিক মামলায় অভিযুক্ত আসামী। তার বাবা সরকারি দলের নেতাদের সাথে সু-সম্পর্ক রেখে নানা ভাবে মীর কাশেম আলীর বিভিন্ন ব্যবসা চালাচ্ছে। এটি নির্বিঘœ করতেই ছেলেকে ছাত্রলীগের বড় পদের নেতা বানাতে চেষ্টা চালাচ্ছেন।
ছাত্রলীগ নেতা-কর্মীরা বলেন, বঙ্গবন্ধু কন্যা ও দেশরতœ শেখ হাসিনার নির্দেশনা কোন জামায়াত-বিএনপি ঘরানার কাউকে আওয়ামীলীগ-ছ্াত্রলীগ ও অন্য সহযোগি সংগঠনের পদ-পদবী দেয়া যাবে না। কিন্তু টেকনাফে সে নির্দেশনা পালন হয়না। তাই এখানে দায়িত্বশীল জামায়াত-বিএনপি নেতার ছেলেদের ছাত্রলীগ-যুবলীগ ও অন্য সংগঠনের বড় পদে আসীন করা হয়েছে এবং হচ্ছে। সে সূত্র ধরেই ইব্রাহিম বাবলুও পৌর ছাত্রলীগের পদ দখলে মরিয়া হয়ে উঠেছে। যে কোন সময় তার বাস্তবায়নও আসতে পারে বলে শংকা তাদের।
তাদের দাবি, ছাত্রলীগ টেকনাফ পৌরসভা শাখায় এমন নেতৃত্ব তৈরি করতে হবে যারা পিতা মুজিবের নিজ হাতে গড়া সংগঠনটিকে আদর্শিক সংগঠনে রূপান্তর করবে। এমনটায় প্রত্যাশা টেকনাফের আদর্শিক ছাত্রলীগের সকল নেতা কর্মিদের।
তাই কাউকে পদ-পদবী দেয়ার আগে তাদের পরিবারের বিষয়টি বিবেচনায় নিতে জেলা নেতৃবৃন্দকে অনুরোধ করেন তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।