২৮ জানুয়ারি, ২০২৫ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৭ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল 

টেকনাফে ট্রাক সংকট, লবন পরিবহনে অচলাবস্থা

truck

সীমান্ত উপজেলা টেকনাফে উৎপাদিত অপরিশোধিত লবন সরবরাহ ব্যাহত হচ্ছে ট্রাক সংকটের ফলে। অনুকুল আবহাওয়া ও প্রখর সূর্য তাপের ফলে প্রতিদিন বিপুল পরিমাণ লবন উৎপাদন হলেও প্রয়োজনীয় সংখ্যক ট্রাক না পাওয়ায় এসব লবন দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করা যাচ্ছে না। ফলে মাঠেই পড়ে রয়েছে বিপুল পরিমাণ লবন। জানা যায়, বর্ণিত উপজেলার কানজর পাড়া, উনচিপ্রাং, হোয়াইক্যং, মৌলভী বাজার, হ্নীলা, লেদা, সাবরাং ও নয়াপাড়াসহ বিভিন্ন স্থানে এখন প্রতিদিন প্রচুর লবন উৎপাদন হচ্ছে। মৌসুমের প্রথমার্ধে দাম তুলনামূলক কম থাকলেও এখন দাম বাড়তি থাকায় চাষীরা পুরোদমে লবন উৎপাদন করছেন। কিন্তু এসব লবন সরবরাহ করার জন্য প্রয়োজনীয় ট্রাক পাওয়া যাচ্ছে না। ফলে ট্রাক ভাড়া বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। আগে টেকনাফ থেকে কক্সবাজার সদরের ইসলামপুর শিল্প এলাকায় প্রতিট্রিপ ১০/১২ হাজার টাকার ভাড়া এখন ১৬/১৭ হাজার, পটিয়া-চট্টগ্রামের ভাড়া ১৭/১৮ হাজারের স্থলে ২০/২২ হাজার টাকা, ঢাকা-নারায়নগঞ্জের ভাড়া ২৫/৩০ হাজারের স্থলে ৩৫/৪০ হাজার টাকা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে মাঠপর্যায়ের চাষীদের উপর। একাধিক ট্রাক ড্রাইভার জানান, আসন্ন রমজান মাসের চাহিদার প্রেক্ষিতে সীমান্ত বানিজ্য চুক্তির আওতায় টেকনাফ স্থল বন্দর দিয়ে বিভিন্ন ভোগ্যপন্য আমদানী বেড়েছে। মায়ানমার থেকে প্রতিদিন ছোলা, পেলন, আদা, পিঁয়াজ ও মরিচ, আমসহ অন্যান্য পন্য বোঝাই জাহাজ ভিড়ছে বন্দরে। এসব পন্য দেশব্যাপী সরবরাহ করতে ট্রাকের চাহিদা ও ভাড়া বেড়েছে। এছাড়া মাঠে উৎপাদিত অপরিশোধিত লবনে উচ্চ মাত্রায় রাসায়নিক বিক্রিয়া থাকায় ট্রাকের ইস্পাত নির্মিত কাঠামো ক্ষতিগ্রস্থ হয়। ফলে সব টাক লবন পরিবহন করে না। লবন পরিবহনকারী ট্রাকগুলো এখন বেশী ভাড়ার লোভে অন্য মালামাল পরিবহন করছে। উপরোক্ত সব কারণে লবন পরিবহনে স্থবিরতা নেমে এসেেেছ। লবন ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন ক্রয়কৃত বিপুল পরিমাণ লবন ট্রাকের অভাবে সরবরাহ করতে পারছেন না। লবন চাষী মিজান বলেন ট্রাক ভাড়া বেশী পড়ার ফলে ব্যবসায়ীরা মাঠ পর্যায়ে লবনের দাম কম দিচ্ছেন। আগে সমুদ্রপথে কার্গোবোটযোগে লবন পরিবহন করা গেলেও বিগত কয়েকবছর ধরে কার্গোযোগে লবন পরিবহনে প্রশাসনিক অনুমতি মিলছে না বলে জানান ব্যবসায়ীরা। ফলে পরিবহন সংকটে পড়েছে টেকনাফের লবনশিল্প।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।