টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেড় কোটি টাকা মূল্যের ৫০হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে।
বিজিবি সুত্র জানায়,গত ১২জুন রাত পৌনে ১২টারদিকে টেকনাফ ৪২ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটেলিয়নের উপাধিনায়ক আবু রাসেল ছিদ্দিকীর নেতৃত্বে নাজিরপাড়া বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদ পেয়ে দক্ষিণ মৌলভী পাড়া প্রধান সড়কে অবস্থান নেয়। এসময় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় জওয়ানেরা প্রধান সড়কের পাশে একটি পরিত্যক্ত পুটলা উদ্ধার করে। তা ব্যাটেলিয়ন সদরে এনে গণনা করে ১কোটি ৫০লক্ষ টাকা মূল্যমানের ৫০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।তা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংসের জন্য ব্যাটেলিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।