টেকনাফের নাফনদীতে মাছ শিকাররত অবস্থায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে বাংলাদেশী এক জেলে নিহত হয়েছে। আরো এক জেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিজিপি সীমান্ত চুক্তি লঙ্গন করায় বিজিবি কড়া প্রতিবাদ জানাবে।
জানা যায়-৬ ফেব্রুয়ারী সকাল ৮টারদিকে প্রতিদিনের ন্যায় টেকনাফ পৌর এলাকার চৌধুরী পাড়ার কবীর আহমদের পুত্র নুরুল আমিন (২৬),সোনা মিয়ার পুত্র মুর্তজা (২৪) ও বদিউর রহমানের পুত্র নুর হাকিম (৫৫) নামে ৩ জেলে ইঞ্জিন নৌকায় করে বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করার সময় বাংলাদেশ সীমান্তে এসে ধাওয়া করলে পালিয়ে আসার সময় নৌকা লক্ষ্য করে গুলিবর্ষণ করে চলে যায়। এতে নুরুল আমিন ও মুর্তজা গুলিবিদ্ধ হলে কিনারায় আসা অপর জেলেরা তাদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর জেলে মুর্তজাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। টেকনাফ উপজেলা সদর হাসপাতালে বিজিপির গুলিতে জেলে নিহতের খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই মুফিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ পোস্ট মর্টের জন্য উদ্ধার করে নিয়ে যায়। এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবুজার আল জাহিদ সাংবাদিকদের জানান,এই ব্যাপারে বিজিপির সাথে যোগাযোগ করা হলে তারা জানায় বাংলাদেশী জেলেদের থামতে বললে না থামায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে সীমান্ত চুক্তি লঙ্গন করে বিজিপি জেলেদের উপর গুলিবর্ষণের ঘটনায় আনুষ্ঠানিকভাবে লিখিত প্রতিবাদ জানানো হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।