টেকনাফে পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণ বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ১১মার্চ সকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনাসহ স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণ বিষয়ক এডভোকেসী সভা’জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক ডাঃ পিন্টু কান্তি ভট্টচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা পঃপঃ কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শেখ মোহাম্মদ শামীম ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা পরিবার পরিকল্পনা ও ক্লিনিকেল কন্সট্রাকশন সার্ভিসেস কর্মসূচীর লাইন ডাইরেক্টর ডাঃ মঈন উদ্দিন আহমেদ,চট্টগ্রাম অঞ্চলের আর,এস,এফপি,সিএসটি,ডাঃ শেখ মোহাম্মদ রুকন উদ্দিন আহমেদ,রামু উপজেলার পঃপঃ কর্মকর্তা নাসির উদ্দিন মোহাম্মদ ইউসুফ, টেকনাফ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি। বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী,সাবরাং হাইস্কুলের প্রধান শিক্ষক মুফিজ উদ দৌলা,সংবাদকর্মী আমান উল্লাহ আমান,হ্নীলা ইউপির মহিলা মেম্বার মর্জিনা আক্তার ছিদ্দিকী প্রমুখ। পরিবার পরিকল্পাসহ স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আইএফপির এডিশনাল ডিজি সেক্রেটারী ডাঃ নিয়াজ উদ্দিন ও প্রোগ্রামার অফিসার নাহিদ আনজুম সিদ্দিকী। সভায় জনপ্রতিনিধি,জিও-এনজিও,শিক্ষক,ইমাম ও মিডিয়া কর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন পরিবার পরিকল্পনা বিষয়ে গ্রামাঞ্চলে এখনও ভ্রান্ত ধারনা অনেকের মাঝে বিরাজ করছে। মসজিদের ইমাম,শিক্ষক,সংবাদকর্মীরা চাইলে এই ভ্রান্ত ধারনা দূর করতে পারেন। ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ চাইলে এখন থেকে পরিবার পরিকল্পনার জন্য সামাজিক আন্দোল গড়ে তুলতে হবে। পরিবার পরিকল্পনা মানে বন্ধ্যাত্ব নয়,বরং বন্ধ্যাত্ব মহিলারা চাইলে সরকারিভাবে চিকিৎসা সেবার মাধ্যমে সন্তান জম্ম দেওয়ার ব্যবস্থা করবেন। বাংলাদেশে এখনো শতকরা ৬৩ভাগ মানুষ বাড়িতে সন্তান প্রসব করেন। যা নিরাপদ নই। জন্মনিয়ন্ত্রণরোধে এখন মহিলা ও পুরুষদের জন্য বিভিন্ন পদ্ধতি বের হয়েছে। যে কেউ চাইলে স্বল্প মেয়াদী,দীর্ঘ মেয়াদী ও স্থায়ীভাবে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন করতে পারেন। জনসংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশ মারাত্মক হুমকিতে রয়েছে। ভবিষ্যতে এই সমস্যা থেকে উত্তরণের জন্য এখনই পরিবার পরিকল্পনা গ্রহন জরুরী বলে মন্তব্য করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।