২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

টেকনাফে পাহাড় ধ্বসে বাবা-মেয়ের মৃত্যুঃ দাফন সম্পন্ন

টেকনাফে পূর্ণিমা তিথির প্রভাবে প্রবল বর্ষণের কারণে পাহাড় ধবসে বসত-ঘর চাপা পড়ে ঘটনাস্থলে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। দুপুর ২টায় স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সরেজমিন পরিদর্শনে জানা যায়, ১৪ জুন ভোররাত ২টার দিকে পূর্ণিমা তিথির প্রভাবে প্রবল বর্ষণের কারণে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়া বাজার দূর্গম পাহাড়ী অঞ্চল পশ্চিম সাতঘড়িয়া পাড়াস্থ (মাঝের পাড়া)পাহাড়ী পাদদেশে স্থানীয় আমির হোছেনের পুত্র মো: সেলিম মিস্ত্রি (৩৭) ও সেলিমের শিশু কন্যা টিসু মনি (৩) বসত-ঘরে ঘমুন্ত অবস্থায় পাশ্ববর্তি পাহাড় ভেঙ্গে মাটি চাপা পড়ে। ভোরে বৃষ্টি থামলে এলাকাবাসী মাটি সরিয়ে তাদের মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
সেলিম মিস্ত্রি মৃত্যুকালে সে মা-বাবা,ভাই,বোন, স্ত্রী ও ২শিশুসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ও গুণগ্রাহী রেখে যান। বাবা মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়ে। তাদেরকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ বাড়িতে ভিড় জমান।
এদিকে পাহাড় ধ্বসে বাবা ও মেয়ের মৃত্যুর খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিকী, সহকারী কমিশনার (ভুমি) এসিল্যান্ড তুষার আহমদ, পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম ও হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে স্থানীয় সংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির পক্ষে পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম ৫০ হাজার টাকা, উপজেলা প্রশাসন থেকে ৪০ হাজার টাকা নগদ ও ৩ বাইন টিন দেওয়ার আশ্বাস প্রদান ও স্থানীয় চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ১বস্তা চাউল ও ২ হাজার টাকার অনুদান তার স্ত্রী রোজিনা বেগমের হাতে তুলে দেন। দুপুর ২টায় বাবা-মেয়ের জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।