কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মানবপাচারকারি ও পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে টেকনাফের হ্যাচারি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারি
টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার ধলু হোসেন (৫৫), সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার আবদুল মাজেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) ও একই ইউনিয়নের খাড়িয়াখালির কবির আহমেদের ছেলে জাফর আলম (৩৮)।
টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার প্রাথমিক ভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ২ টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকারসহ ৪ জন আহত হয়েছে বলে জানান গেছে।
তবে পুলিশ কর্মকর্তা অারও জানিয়েছেন, নিহতরা সবাই তালিকাভুক্ত মানবপাচারকারি।
এদের মধ্যে ধলুর বিরুদ্ধে মানব পাচারের নয়টি, জাহাঙ্গীরের বিরুদ্ধে আটটি এবং জাফরের দুটি মামলা রয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় পালিয়ে যাওয়া তাদের সহযোগী সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পরে বিস্তারিত অাসছে
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।