টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ২ রোহিঙ্গা ডাকাত হাকিম (৩৫) ও রশিদ (৩০) নিহত হয়েছে।
শুক্রবার (১ মে) ভোররাতে টেকনাফ জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এ র্যাবের একদল সদস্যের সাথে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলির এক পর্যায়ে এই ২ রোহিঙ্গা ডাকাতের মৃত্যু হয় বলে জানা যায়।
র্যাব-১৫’র সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ভোররাতে জাদিমুড়ার পাহাড়ে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প ২৬- এ র্যাব সদস্যদের সাথে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের গোলাগুলি হয়। এ ঘটনায় দুই রোহিঙ্গা ডাকাত নিহত হন। এতে কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছে। এবিষয়ে বিস্তারিত আরো পরে জানানো হবে বলেন তিনি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।