টেকনাফের হোয়াইক্যংয়ে ক্ষেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে আহত এক চাষী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়-২১জানুয়ারী ভোররাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়ার মৃত আশু মিয়ার পুত্র আব্দুস সাত্তার (৫০) পাহাড়ী ঘোনায় মরিচ ক্ষেত পাহারা দিতে যায়। টং ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বন্য হাতি তাকে আক্রমণ করে। এতে তার হাত ও পা বেশী ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে তাকে জেলা সদর হাসপাতালে মূমুর্ষাবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার রাকিব আহমদ বন্য হাতির আঘাতে কৃষক আব্দুস সাত্তার গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।