টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত ৭৫লক্ষ টাকা মূল্যমানের ২৫হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে দাবী করেন।
সুত্র জানায়-গত ১এপ্রিল বিকাল ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির নায়েব সুবেদার সৈয়দ এনায়েত আলী সাবরাং পুরান পাড়া দিয়ে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে একটি বিশেষ টহলদল নিয়ে ঘটনাস্থলে গমন করে ওঁৎ পেতে থাকে। কিছুক্ষণ পর একজন লোক একটি ব্যাগ হাতে নিয়ে টহল দলের সামনে আসতে দেখে চ্যালেঞ্জ করামাত্র হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায। পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে উক্ত ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩০লক্ষ টাকা মূল্যমানের ১০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। একই টহল দল আবারো গোপন সংবাদের ভিত্তিতে শিলবনিয়াপাড়া সীমান্তে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। ৭টারদিকে একজন লোক একটি ব্যাগ নিয়ে আসার সময় বিজিবি জওয়ানদের দেখামাত্র ব্যাগটি ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৪৫লক্ষ টাকা মূল্যমানের ১৫হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।