টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলুগোল্লা প্রজেক্ট এলাকায় বিজিবি-ইয়াবা পাচারকারীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় পাচারকারীদের ফেলে যাওয়া ১৫ লাখ টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
২৭ নভেম্বর ভোর রাতে টেকনাফ ২ ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবি জওয়ানরা মিয়ানমার থেকে বড় একটি ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে আলুগোল্লা প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। এসময় ৫/৬ জন ইয়াবা ব্যবসায়ী ও পাচারকারী নৌকা নিয়ে নিয়ে বেড়িবাঁধের দিকে দ্রুত চলে যাওয়ার সময় বিজিবি জওয়ানরা দাড়ানোর সংকেত দেয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে উল্টাে ২ রাউন্ড গুলি ছুড়ে। এসময় বিজিবি জওয়ানরা আত্নরক্ষার্থে পাল্টা ৮ রাউন্ড গুলি ছুড়লে পাচারকারীরা নৌকা থেকে লাফ দিয়ে সাতাঁরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবু জার আল জাহিদ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় বিজিবির উপর গুলিবর্ষন, ইয়াবা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ ঘটনার সাথে কারা কারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।