২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

টেকনাফে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মশালা শুরু

28-10-16
ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ও কক্সবাজার জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৬-১৭ এর মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কমশালা শুরু হয়েছে। গত ২৮ অক্টোবর সকাল ১০টার দিকে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন পুকুরে মাসব্যাপী উক্ত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিতি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করেন টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মমতাজুল ইসলাম, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, টেকনাফ উপজেলা খেলোয়াড় সমিতির যুগ্ন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল। টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাঁতার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে মাসব্যাপী শিক্ষার্থীদের প্রশিক্ষক হিসেবে থাকবেন উখিয়া উপজেলার ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আনোয়ার ইবনে কামাল। সহকারী প্রশিক্ষক ছিলেন বখতিয়ার ও ফরহাদ উজ্জামান। মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় টেকনাফ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তাদের চুড়ান্ত পর্যায়ের সাঁতার প্রতিযোগীতায় অংশগ্রহণের দেওয়া হবে বলে প্রশিক্ষক আনোয়ার ইবনে কামাল এ প্রতিবেদককে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।