রহমত উল্লাহ টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা একজন নিহত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাতে শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, অজ্ঞাতনামা ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী।
র্যাব জানায়, টেকনাফের শামলাপুর এলাকায় র্যাবের সাথে গুলিবিনিময়ের ঘটনায় এক অজ্ঞাতনামা অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সোমবার (২২ ডিসেম্বর) রাতে শামলাপুর এলাকায় র্যাবের সাথে গুলিবিনিময়ের একজন নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১০হাজার ইয়াবা, ১টি এলজি, ১টি ছুরি, ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।