টেকনাফের হ্নীলায় স্কুল-মাদ্রাসার শিক্ষক ও সিএমসি সদস্যদের নিয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৭মার্চ সকাল ১১টায় হ্নীলাস্থ লেদা জুনিয়র হাইস্কুল হলরোমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন লেদা জুনিয়র হাইস্কুলের সহকারী শিক্ষক কলিমুল্লাহ। মাওলানা আব্দুস শুক্কুরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রোগ্রাম এসিস্ট্যান্ড হাজেরা এল খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাাতিক অভিবাসন সংস্থার জেন্ডার বেইজ বায়োলেন্স প্রকল্পের প্রজেক্ট এসিস্ট্যান্ড মোহাম্মদ আলী। প্রকল্পের স্লাইড প্রদর্শন করেন হেলপ কক্সবাজারের ফিল্ড অফিসার আনোয়ার হোসাইন। এতে হ্নীলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-সিএমসি কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় স্ব স্ব অবস্থানে থেকে লিঙ্গভিত্তিক সহিংসতা দমনে সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।