২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

টেকনাফে লেদা রোহিঙ্গা বস্তির চাকরীচ্যুত কর্মচারীদের কর্মসংস্থানের দাবীতে সমাবেশ ও মানব বন্ধন

Teknaf Pic-(A)-13-03-15
টেকনাফে লেদা রোহিঙ্গা বস্তির এনজিও সংস্থা মুসলিম এইডের চাকরীচ্যুত ২ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর কর্ম সংস্থান সৃষ্টির দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সমাবেশ ও মানব বন্ধন করেছে।
সুত্র জানায়,১৩ মার্চ বিকাল সাড়ে ৪টায় টেকনাফের হ্নীলাস্থ লেদা রোহিঙ্গা বস্তিতে ২শতাধিক চাকরীচ্যুত কর্মচারীদের এক সমাবেশ শামসুল আলম শারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জামাল উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জসিম উদ্দিন,আব্দুল হক,মোহাম্মদ ইসলাম,সনজিদা বেগম,নারগিস বেগম, ছৈয়দ আলম,মুফিজ আলম,বাবুল ইসলাম,কামাল হোসেন,দেলোয়ার হোসেন,ল্যাব টেকনিশিয়ান আনোয়ার হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন তারা দীর্ঘদিন এনজিও সংস্থা মুসলিম এইডে কর্মরত ছিল। বর্তমানে উক্ত এনজিও সংস্থা গুড়িয়ে যাওয়ায় ২শ ২৮জন কর্মকর্তা-কর্মচারী চাকরীচ্যুত হয়। বর্তমানে এসব কর্মকর্তা-কর্মচারীরা বেকার হয়ে মানবেতর দিন-যাপন করছে। বর্তমানে নতুন একটি এনজিও সংস্থা এই রোহিঙ্গা বস্তিতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির কথা বলে আসছে। এমতাবস্থায় আমরা বেকার হয়ে পড়লে পেট বাঁচানোর তাগিদে নানা অপরাধে জড়িয়ে পড়া ছাড়া কোন বিকল্প নেই। তাই আমরা সমাজে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করে সম্মানের সহিত বাচঁতে চায়। এমতাবস্থায় মুসলিম এইড হতে চাকরীচ্যুত হওয়া কর্মকর্তা-কর্মচারীদের যোগ্যতা স্বাপেক্ষে নবাগত এনজিওতে পদায়ন করার জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন। এরপর এক বিশাল মানব বন্ধন কর্মসূচী পালন করেন। তাদের উত্থাপিত দাবী আদায় না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।