২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

১মদিনে জেএসসিতে ৪৩জন এবং জেডিসিতে ২৭জন পরীক্ষার্থী অনুপস্থিত

টেকনাফে সারাদেশের ন্যায় জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

হুমায়ূন রশিদ,(টেকনাফ): সারাদেশের ন্যায় টেকনাফে ৩টি জেএসসি ও ১টি জেডিসি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে পরীক্ষার ১ম দিনে জেএসসিতে ১হাজার ৮শ ৭৭ জনের মধ্যে ৪৩ জন এবং জেডিসিতে ৬শ ৩৩ জনের মধ্যে ২৭জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

১নভেম্বর সকাল ১০টা হতে টেকনাফ ১নং জেএসসি পাইলট হাইস্কুল কেন্দ্রে হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুল, টেকনাফ এজাহার গার্লস হাইস্কুল, শাহপরীরদ্বীপ হাজী বশির আহমদ হাইস্কুল, নয়াপাড়া হাজী নবী হোসেন হাইস্কুল, লম্বরী মলকাবানু হাইস্কুল বিজিবি পাবলিক হাইস্কুলের মোট ৫শ ৩০জন পরীক্ষার্থীদের মধ্যে ৭জন অনুপস্থিত রয়েছে। ২শ ৩৫জন ছাত্রের মধ্যে ৫জন ছাত্র এবং ২শ ৯৫জন ছাত্রীদের মধ্যে ২জন ছাত্রী অনুপস্থিত। ২নং এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টেকনাফ পাইলট হাইস্কুল,মারিশবনিয়া হাইস্কুল,সাবরাং হাইস্কুল, সেন্টমার্টিন বিএন ইসলামিক হাইস্কুল,পল্লানপাড়া মডেল সরকারী প্রাইমারী স্কুল এই ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫শ ৪৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ৮ জন অনুপস্থিত রয়েছে। ৩শ ৪১জন ছাত্রের মধ্যে ৪জন ছাত্র এবং ২শ ২ জন ছাত্রীদের মধ্যে ৪জন ছাত্রী অনুপস্থিত রয়েছে। ৩নং হোয়াইক্যং আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হ্নীলা উচ্চ বিদ্যালয়,হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়, লেদা নিম্মমাধ্যমিক বিদ্যালয়, নাইক্ষংখালী জুনিয়র হাইস্কুল, নয়াবাজার হাইস্কুল, কাঞ্জরপাড়া জুনিয়র হাইস্কুল, শামলাপুর হাইস্কুলসহ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০৪জন পরীক্ষার্থীদের মধ্যে ২৮জন অনুপস্থিত রয়েছে। মোট পরীক্ষার্থীদের মধ্যে ৩শ ৯৫জন ছাত্রের মধ্যে ১৭জন ছাত্র এবং ৩শ ৮১জন ছাত্রীদের মধ্যে ১১ জন ছাত্রী অনুপস্থিত রয়েছে। এছাড়া উপজেলার একমাত্র রঙ্গিখালী ফাজিল মাদ্রাসা জেডিসি পরীক্ষা কেন্দ্রে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার ৫২ জন পরীক্ষার্থীদের মধ্যে ১ জন, হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার ৮২জন পরীক্ষার্থীদের মধ্যে ২ জন,মৌলভীবাজার দারুল উলুম জমিরিয়া মাদ্রাসার ৭০ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪ জন, বাহারুল উলুম মাদ্রাসার ৮০ জন পরীক্ষার্থীদের সকলেই উপস্থিত, দারুত তাওহীদ বালিকা মাদ্রাসার ৪১ জন পরীক্ষার্থীদের মধ্যে ১ জন, কাটাখালী রজতুন্নবী দাখিল মাদ্রাসার ৪৯ জন পরীক্ষার্থীদের মধ্যে ৭জন, বাহারছড়া তাফহিমূল কোরআন দাখিল মাদ্রাসার ১শ ৩১ জন পরীক্ষার্থীদের মধ্যে ৫জন, শামলাপুর দাখিল মাদ্রাসার ২৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ২জন, রঙ্গিখালী খদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার ৪১ জনের মধ্যে সকলেই উপস্থিত এবং টেকনাফ বায়তুশ শরফ মোহাম্মদিয়া রিয়াজুল জন্নাহ দাখিল মাদ্রাসার ৬০ জন পরীক্ষার্থীদের মধ্যে ৫জন অনুপস্থিত রয়েছে। জেডিসি পরীক্ষা কেন্দ্রে ৬শ ৩৩জন পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২শ ৫৭ জন এবং ছাত্রী ৩শ ৭৬ জন। তম্মধ্যে ২৭ জন অনুপস্থিতদের মধ্যে ৯ জন ছাত্র ও ১৮ জন ছাত্রী রয়েছে। উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এসব পরীক্ষার হল তদারকিতে ছিলেন।


এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোছন ছিদ্দিক,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রনয় চাকমা উপরোক্ত পরীক্ষার হল সমুহ পরিদর্শন করেন। এছাড়া টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম টেকনাফ পাইলট হাইস্কুল ও এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।