টেকনাফ সড়কে ডাম্পারের চাপায় রোহিঙ্গা শিশু ও বৃদ্ধসহ দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,২৯এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টারদিকে টেকনাফ হতে হ্নীলাগামী একটি লাইট বিহীন ডাম্পার দ্রুত গতিতে যাওয়ার সময় নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গা পশ্চিম লেদা হোসাইনের ভাড়া বাসায় অবস্থানকারী মুহিবুল্লাহ ও খুরশিদা বেগমের মেয়ে শাবনুর (৬) ও মৃত কবির আহমদের পুত্র বদি আলম (৬০)কে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। উপস্থিত লোকজন তাদের দ্রুত উদ্ধার করে লেদা রোহিঙ্গা বস্তিতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত আইওএম স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর আহত ও রক্তাক্তদের সেখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে মেয়েটির অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।