হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব সদস্যরা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়,গত ৩১ আগষ্ট রাত ৮টারদিকে র্যাব-৭,চ্ট্গ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর শহরের আবাসিক হোটেল স্কাই ভিউয়ের ২য় তলার ১০৮নং কক্ষে ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৩৮ লক্ষ ২৬ হাজার ৫শ টাকা মূল্যমানের ৭ হাজার ৬শ ৫৩ পিস ইয়াবা বড়িসহ থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের ১৪ নং ব্লকের ১৪৫ নং রোমের বাসিন্দা মোঃ মমতাজ মিয়ার পুত্র হামিদুল হাসান (২১) কে আটক করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এদিকে উক্ত আবাসিক হোটেলে সম্মিলিত একটি চক্র দীর্ঘদিন ধরে মাদকের নানা অপতৎপরতা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।