জেলার টেকনাফ শাহপরীরদ্বীপ গোলাপাড়া চরে বুধবার দুপুরে অভিযান চালিয়ে ১১ মালয়েশিয়াগামীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফের বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, দালাল চক্রের সদস্যরা ৫০ দিন ধরে মালয়েশিয়াগামীদের সাগরে ফিশিং বোটে ভাসমান অবস্থায় রাখে এবং তাদের ১২ মে গভীর রাতে শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় নামিয়ে দেয়। এ সময় শাহপরীরদ্বীপ বিওপির একটি টহল দল তাদের আটক করে। আটকরা বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।