মোহাম্মদ শফি:
টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার ইমাম-মুয়াজ্জিনদের পবিত্র রমজানের উপহার সামগ্রী দিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম( সাইফ)। ১০মে রবিবার ২টায় উপজেলা চত্বরে উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্পন্সর করেন বাসমা ফাউন্ডেশন। এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মহামারী করোনা ভাইরাস বা (covid19)এর কারণে বিশ্বব্যাপী অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে তার ধারাবাহিকতায় এনজিও সংস্থা বাসমাহ ফাউন্ডেশনের সহযোগিতায় টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার১০০০ ইমাম-মুয়াজ্জিনদের জন্য রমজানের উপহার সামগ্রী দিয়েছেন। মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবাদত বন্দেগী করার জন্য ইমাম-মুয়াজ্জিনদের প্রতি আহ্বান করেছেন। সুযোগ থাকলে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।