১০ এপ্রিল, ২০২৫ | ২৭ চৈত্র, ১৪৩১ | ১১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

Teknaf Pic 02-04-2015
টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ৫০ পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় আটক এক পাচারকারী মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের সাজা দেয়া হয়। জানা যায়, ২ এপ্রিল বৃস্পতিবার বিকাল সাড়ে ৩টায় টেকনাফ সদর বিওপির সুবেদার মো: ফজলু রহমানের নেতৃত্বে বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর মৌলভী পাড়ারস্থল ১ নং স্লুইচ গেইট সীমান্তে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে একইদিন সকাল ৭টায় বিজিবি হোয়াইক্যং বিওপি’র নায়েক সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা হোয়াইক্যং কর্তব্যরত অবস্থায় ১ জন লোক পায়ে হেটে চেকপোষ্ট অতিক্রম করার সময় সন্দেহ বশতঃ তার পরিচয় জিজ্ঞাসা করলে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাঁওয়া করে তার দেহ তল্লাশী করে ১৫ হাজার টাকা মূল্যমানের ৫০ পিস ইয়াবাসহ হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার মোঃ শরিফ মিয়ার পুত্র মোহাম্মদ আলমকে (২৪) আটক করে। পরে উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ানে জমা ও আটক পাচারকারীকে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিনের কাছে হস্থান্তর করলে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত ইয়াবাগুলো প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস ও সাজাপ্রাপ্ত আসামীকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। টেকনাফ ৪২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।