টেকনাফে ৩১ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। ১ এপ্রিল বুধবার সকাল পৌনে ৭ টার দিকে টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার ও উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার আলমের বাড়ীতে অভিযান চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা ও নগদ এক লাখ টাকাসহ ইয়াবা ব্যবসায়ী মামা-ভাগিনাকে আটক করা হয়। আটককৃতরা হচেছ, টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার আলী আহাম্মদের ছেলে মোহাং আলম(৩৫) ও তার ভাগিনা নূরুল আমিনের ছেলে হাসান তারেক(২২)। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা ও নগদ টাকাসহ আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচেছ বলে জানিয়েছেন।
জানাযায়, আটক মোঃ আলমসহ একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যবসার আড়ালে মাদক ইয়াবা ব্যবসা চালিয়ে যাচিছল। একটি বড় সিন্ডিকেট বিভিন্ন সংস্থাকে ফাঁকি দিয়ে সুকৌশলে ইয়াবা ব্যবসা করে রাতারাতি অনেক টাকার মালিক হয়েছেন। এ ব্যবসার আড়ালে অলিয়াবাদ মোড়ে কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্টান গড়ে তুলেছে বলে জানা গেছে। অবশেষে দ্বীর্ঘদিন পরে হলেও পুলিশ ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়েছে। তবে সচেতন মহল মনে করছেন তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ইয়াবার নিরব সিন্ডিকেটে কারা রয়েছে তা বেরিয়ে আসবেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।