টেকনাফে ৩ মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ
২০১৫, মে ১১ ০২:৫১ অপরাহ্ণ
টেকনাফে ৩মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সুত্র জানায়, ১১মে ভোর রাত ২টার দিকে থানা পুলিশ বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে ৩শীর্ষ মানবপাচারকারীকে আটক করে। আটককৃতরা হলেন, টেকনাফ সাবরাং এলাকার আলী হোসেনের পুত্র খাইর হোসেন(৪৫), মৃত হাজ্বী আবুল কাশেমের পুত্র আব্দুর রহমান(৩৫) ও আলী আহমদের পুত্র আলী হোসাইন(৩০) বলে জানাগেছে। টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।