টেকনাফে মাসিক আইন-শৃংখলা ও চোরাচালান বিরোধী,সমন্বয় এবং শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শেষে জেলেদের মধ্যে পরিচয়পত্র জেলে কার্ড বিতরণ করা হয়েছে।
২৮ফেব্রুয়ারী সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ হল মিলায়তনে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল আলমের সভাপতিত্বে মাসিক আইন-শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ। বক্তব্য রাখেন টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম,টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান,হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী,হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার,টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান মিয়া,বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌঃ আজিজ উদ্দিন,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন এমএ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিজিবি,কোস্টগার্ড,পুলিশ ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি পর্যালোচনার পর বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা শেষে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সভাপতিত্বে টেকনাফ উপজেলা শিক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয়করণ থেকে বাদ পড়া বিদ্যালয়ের প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ পূর্বক সংশ্লিষ্ট মন্ত্রালয়ে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ৮টি স্কুলের জন্য ৪৮কোটি টাকা বরাদ্ধে নতুন স্কুল ভবন নির্মাণ,স্কুল সংস্কার,আন্তঃ উপজেলা শিক্ষক বদলী,দক্ষ ম্যানিজিং কমিটি গঠনসহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ শেষে দুপুরে টেকনাফে তালিকাভুক্ত ৫জন জেলেদের ছবিযুক্ত পরিচয় পত্র বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ,নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম,পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি,উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।