টেকনাফ মডেল থানার ওসি রোহিঙ্গা বস্তিতে অভিযান চালিয়ে ৪ মানব পাচারকারীকে আটক করেছে। সুত্র জানায়,টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান ১২মে দুপুর ১টারদিকে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে হ্নীলার লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে অভিযান চালিয়ে বি-ব্লকের ১৯৩নং শেডের বাসিন্দা মৃত নজির আহমদের পুত্র আমির হোসেন (৩০),বি-ব্লকের ২৯৪ নং শেডের বাসিন্দা ইসমাঈলের পুত্র আলী আকবর (৫০),বি-ব্লকের ৩৩৮নং শেডের বাসিন্দা আমির হামজার পুত্র আলী আহমদ (৫০) ও বি-ব্লকের ৮১নং শেডের বাসিন্দা দ্বীন মোহাম্মদের পুত্র জমির (৩৩)কে আটক করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে আতাউর রহমান খোন্দকার জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।