নিজস্ব প্রতিবেদকঃ নয়া পাড়া শরনার্থী ক্যাম্প থেকে আটক কৃত ডাকাত জায়েদ আলম (৩০) পিতা : উলা মিয়া, গুরা মিয়া ৬০১৭৭ কে অাটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে নয়াপড়া শরনার্থী ক্যাম্পের পাশে ই বি সি ব্রিক ফিল্ডে অস্ত্র গুলি রেখেছে মর্মে স্বীকারোক্তি দিলে ওসি রনজিত কুমার বড়ুয়া-র নির্দেশনায় পরিদর্শক (অপস) রাজু আহাম্মদ, এস আই সাইদুল ইসলাম, এস আই রাজীব পোদ্দার সঙ্গীয় ফোর্স সহ ২৪ এপ্রিল ভোর ৪টা ৪৫ মিনিটে ব্রিক ফিল্ডের উত্তর – পশ্চিম কোনে ইটের নিচ থেকে জায়েদ আলমের দেখানো ও বের করে দেয়া মতে ২ রাউন্ড গুলি ভর্তি ২ টি সচল এল জি উদ্ধার করে উপস্থিত লোকজনের সম্মুখে জব্দ করা হয়।
ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, জিজ্ঞাসাবাদে ডাকাত জায়েদ আলম জানায়, ডাকাতি করার উদ্দেশ্যে সে উল্লেখিত অস্ত্র গুলি সেখানে লুকিয়ে রেখেছিল। ধৃত ডাকাত জায়েদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলা সহ একাধিক মামলা বিচারাধীন আছে।
ওসি জানান, ধৃত ডাকাত জায়েদ আলম এর বিরদ্ধে অস্ত্র মামলা রজু করত ৫ দিনের পুলিশ রিমান্ডের প্রতিবেদন সহ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।