২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

টেকনাফ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা-কর্মচারী সংকটে


বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্ধকৃত টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর চলতি ২০১৭-১৮সাল নাগাদ কর্মক্ষম,অসহায়,গরীব,গর্ভবর্তী ও দূগ্ধদায়ী ৪হাজার ৪শতাধিক মহিলাদের জন্য সেবা প্রকল্প চূড়ান্ত করেছে। এসব প্রকল্প চূড়ান্ত হলেও কর্মকর্তা-কর্মচারী সংকটে এসব প্রকল্প বাস্তবায়ন করতে হিমশিম খেতে হচ্ছে।
তথ্যানুসন্ধানে জানা যায়-টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ২০১৭-১৮সাল তথা দুই বছরের জন্য টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৬শ ৬০জন,হ্নীলা ইউনিয়নে ৬শ ৩০জন, টেকনাফ সদর ইউনিয়নে ৬শ ৫০জন,সাবরাং ইউনিয়নে ৭শ ৬০জন,বাহারছড়া ৪শ ৪১জন, সেন্টমার্টিনে ৩শ ২০জনসহ মোট ৩হাজার ৪শ ৬১জনকে ভিজিডির জন্য (মাসে প্রতিজন ৩০ কেজি),প্রতিমাসে ৫শ টাকা করে ৬শ ৬৬জন গর্ভবতী মহিলা ও টেকনাফ পৌর এলাকায় ৩শ জন দূগ্ধদায়ী মাকে (প্রতিজন ৫শ টাকা) চূড়ান্ত করা হয়েছে। এছাড়া এই অধিদপ্তর বাল্য বিয়ে রোধ, নারী নির্যাতন প্রতিরোধ ও ক্ষুদ্র ঋণ প্রকল্প কার্য্যক্রম চালিয়ে সমাজের অসহায়,দরিদ্র মহিলাদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। এই ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবিরের সাথে চাইলে জানান-সরকার গ্রামীণ জনপদের কর্মক্ষম,অসহায়,গরীব নির্যাতত জন সাধারণের জন্য মহৎ প্রকল্প বাস্তবায়ন করছে। কিছু কিছু মফস্বল এলাকায় মেম্বার-চেয়ারম্যানদের নিয়ে মাঝে মধ্যে স্বজনপ্রীতির অভিযোগ উঠলেও সরকারী নির্দেশনায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারী সংকটের সত্যতা স্বীকার করে বলেন এই দপ্তরে ৫টি পদের মধ্যে আমি ও একজন পিয়ন কর্মরত রয়েছে। অবশিষ্ট ৩টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় কাজে গতিশীলতা ফেরাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সমাজের অবহেলিত নারীদের সেবাদান প্রক্রিয়া জোরদার করতে অত্র দপ্তরের কর্মচারী সংকট দূরীকরণে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার বলে সচেতন মহল মনে করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।