৩১ মার্চ, ২০২৫ | ১৭ চৈত্র, ১৪৩১ | ১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।

মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ

কক্সবাজারের টেকনাফ মহেশখালীয়া পাড়া ঘাট সংলগ্ন সমুদ্র সৈকতে গোসলে নেমে এক ছাত্রের মৃত্যু হয়েছে ও দুই ছাত্র নিখোঁজ হয়েছে ।

রবিবার দুপুরে এমন ঘটনাটি ঘটেছে বলে জনান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন।

স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হওয়া নূর কামালকে অচেতন অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকি নিখোঁজ দু’জন কে এখনো পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি । তবে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের আভিযানিক দল । নিখোঁজ হওয়া দুই জন টেকনাফ খোন্দকার পাড়া মাওলানা ইলিয়াস হুজুরের মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, তারা একসাথে ১০-১৫ জনের একটি দল ফুটবল খেলতে আসে। সেখান থেকে তিন বন্ধু সমুদ্র সৈকতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তারা তীব্র স্রোতে সমুদ্র সৈকতে ভেসে যায়।

ওই তিন শিক্ষার্থী হলেন, আবুল কালামের ছেলে নুর কামাল। মোহাম্মদ নজির এর ছেলে নজরুল ইসলাম এবং কোরবান আলীর ছেলে ইমরান (১২)।

স্থানীয় ব্যবসায়ী সাইফ উদ্দিন জানান,তারা দুপুরে টেকনাফ মহেশখালীয়া পাড়া ঘাট থেকে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।